• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
নারী সংগ্রামের গল্প নিয়ে ‌‘পিঞ্জিরা’
নারী সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র পিঞ্জিরা। নতুন আর পুরাতনের সংমিশ্রনে এ সিনেমায় নেই কোনো সুপারস্টার। এতে গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পীকে পর্দায় দেখা যাবে। ধীমন বড়ুয়া চলচ্চিত্র প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। নারী সংগ্রামের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি এতে তুলে ধরা হয়েছে। ২ ঘন্টা ২০ মিনিটের সিনেমা এটি। আমারা সব কাজ শেষ করেই নারী দিবসকে সামনে রেখে মুক্তির ঘোষণা দিয়েছি। তিনি বলেন, অভিনয় একটি দক্ষতা নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের চলচ্চিত্রে আসা নতুন মুখ গুলো সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে। প্রযোজক ও অভিনেতা ধীমন বড়ুয়া বলেন, আমাদের দেশে নারী কেন্দ্রীক গল্পে খুব কম কাজ হয়। সেই যায়গা  থেকে ব্যতিক্রম একটি গল্পে কাজ করেছি। সিনেমাটি দর্শকদের পুরো সময়টা হলে বসিয়ে রাখবে। আশা করছি, সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।   অভিনয় প্রসঙ্গে নবাগতা পরী বলেন, এই সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। অসাধারণ গল্পের একটি সিনেমা। পরিচালক অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমিও সাধ্যমত চেষ্টা করেছি অভিনয় করতে। আশা করছি নতুনত্ব এবং ভালো কিছু পাবেন দর্শকরা। এই সিনেমার গল্পে অ্যাকশন ও থ্রিলার যেমন আছে, একইভাবে ভালোবাসা ও আবেগও কম নেই। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে। সম্প্রতি সিনেমাটির পোষ্টার প্রকাশিত হয়েছে। প্রকাশিত পোষ্টারে অভিনেতা ধীমন বড়ুয়া এবং নবাগতা পরীকে দেখা গেছে। আরটিভি/ ডিসিএনই
২২ ডিসেম্বর ২০২৪, ১৫:২২

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেল
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, হাতে হাতকড়া পরিহিত এক ব্যক্তি পুলিশের পোশাক পরা একজন নারীর দিকে বারবার তাকাচ্ছেন। এ সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা একজন পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি একটি বাস্তব ঘটনা। তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিবেদনে বলা হয়েছে, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং, এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি’র ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Asif Adnan Bro’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। এতে আরও বলা হয়েছে, ভিডিওটির সাথে যুক্ত ‘বিমান বন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান’ লেখা থেকে প্রতীয়মান হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও। এছাড়া, ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়। পরবর্তীতে, আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ ডিসেম্বর ‘একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এ বিষয়ে আসিফ আদনান বলেন, তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন। এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয়। সুতরাং, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। আরটিভি/এসএপি
২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েমাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা চয়া ২১ বলে ২৬, আরেক ওপেনার মোসাম্মৎ ইভা ১৬ বলে ১৯ রান করেন। জান্নাতুল মাওয়া ৪৫ বলে অপরাজিত ৪৫ রান ও অধিনায়ক সুমাইয়া আক্তার ১১ বলে ১২ রান তুলে নেন।  ১৯ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন সাদিয়া আক্তার। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তারের বোলিং তোপে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে জুনিয়র টাইগ্রেসরা। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫ রান করেন নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুন। এছাড়া ইরদিনা বেহ নাবিল ৩, নুর ইজ্জাতুল সায়াফিকা ৩ রান করেন। বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ৫ রানে ৩ উইকেট নেন হাবিবা ইসলাম। ৪৫ রান করে ম্যাচসেরা হন জান্নাতুল মাওয়া। বাংলাদেশের সঙ্গে সুপার ফোরে বাকি তিন দলও নিশ্চিত হয়েছে। বাকি দলগুলো হলো— ভারত, শ্রীলঙ্কা ও নেপাল।  ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত ও নেপালের বিপক্ষে। ১৯ ও ২০ ডিসেম্বর হবে সুপার ফোরের চারটি ম্যাচ। সেরা দুই দল যাবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে ২২ ডিসেম্বর। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশের তরুণীরা। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আরটিভি/এমএম
১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮

নতুন বছরে সাবিনাদের জন্য থাকছে প্রীতি ম্যাচ
নারী ফুটবলে ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি করায় নতুন বছরে বেশি বেশি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাফুফে। র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৩৯ থেকে ১৩২ নম্বরে বাংলাদেশ।  শনিবার (১৪ ডিসেম্বর) বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ মেয়েদের ফুটবলের উন্নতি নিয়ে পরিকল্পনার কথা জানান। তিনি বলেছেন, ‘৭ ধাপ এগোনো আমাদের বড় অর্জন। এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। একসময় আমরা ১০০-এর মধ্যে ছিলাম। করোনার সময় ম্যাচ খেলতে না পারায় আমরা পিছিয়ে পড়েছিলাম। এখন আমরা ধীরে ধীরে অবস্থা আরও উন্নতির চেষ্টা করব।’ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমাদের দক্ষিণ এশিয়ার বাইরের দিকে তাকাতে হবে। কোচ পিটার বাটলার ছুটি থেকে ফিরলে নতুন বছরের পরিকল্পনা নিয়ে বসব বলছিলেন মাহফুজা আক্তার কিরণ।   কিরণ বলেছেন, ‘ফেব্রুয়ারিতে সাফ নারী হওয়ার কথা ছিল। সেটা কবে হবে এখন অনিশ্চিত। এখন এই টুর্নামেন্ট না হলে আমরা ওই মাসে জাতীয় দলের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করব। ঘরের মাঠে ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়ে আমরা সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিচ্ছি। আরব আমিরাত র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে ওপরে। ছোট দলের বিপক্ষে খেলে জয় পেলেও মেয়েদের পারফরম্যান্সের উন্নতি হয় না।’ অর্থের বিষয়ে কিরণ বলেন, ‘এরই মধ্যে আমাদের মার্কেটিংয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলাম মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ খেলানোর জন্য কিভাবে অর্থকড়ি সংগ্রহ করা যায় সে বিষয়ে আলোচনা করতে। কারণ, বাইরের দলের বিপক্ষে দেশের মাটিতে খেলতে চাইলে অনেক টাকা লাগে। সে বিষয়ে নিয়ে আমরা নতুন বছর শুরুর আগেই পরিকল্পনা করছি।’ মেয়েদের লিগ নিয়ে কিরণ বলেন, ‘আশা করি এবার আরও ভালো লিগ হবে। আগামী ৩০ ডিসেম্বর আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবো। তারা যাতে মেয়েদের লিগে অংশ নেয় সে বিষয়ে কথা বলব। লিগের বাইরেও আরেকটি লিগ আয়োজনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।’ আরটিভি/এমএম
১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০৬

নারী হজযাত্রীদের যেসব নির্দেশনা দিল সৌদি আরব 
নারী হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।  মক্কার গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করেছে। গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এক্স পোস্টে ইনফোগ্রাফির মাধ্যমে কর্তৃপক্ষ ৯টি নির্দেশনা শেয়ার করেছে। আর এসব নির্দেশনা নারী হজযাত্রীদের মেনে চলতে বলা হয়েছে।   নির্দেশনায় যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা, দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা, ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা ও নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে।  একইসঙ্গে জোর দেওয়া হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও। বিশেষ করে নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা, হইচই না করা ও জুতা পায়ে কার্পেটের ওপর না হাঁটা।  এ ছাড়া নিজেদের ব্যক্তিগত মালামাল সাবধানে রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।  আরটিভি/আইএম
০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৩

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৌ রানী দাস (১৭) নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌয়ের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মৌ। সে স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসতঘরে থাকা ধানের উগারের (কাড়ি) ভেতরে মৌ দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে থানা-পুলিশে খবর দেওয়া হয়। আরটিভি/একে/এসএ
০৮ নভেম্বর ২০২৪, ১০:১৯

নারী ফুটবলারদের জন্য দ্রুতই সুখবর আসছে: শফিকুল আলম
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল (বুধবার) নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় নারী ফুটবলারদের সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি বলেন, নারী ফুটবল দলের বকেয়া বেতন ও বেতন কাঠামো নিয়ে দ্রুতই সুখবর আসছে।  শফিকুল আলম বলেন, সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বৈঠকে উপদেষ্টাদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় নারী ফুটবল দলের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তাদের বেতনের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে। এদিকে চ্যাম্পিয়ন ফুটবলারদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বিসিবি থেকে চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হবে। পরপর দুইবার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। তাদেরকে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যে রকম পারি আরকি। উল্লেখ্য, মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি। আরটিভি/আরএ/এসএ
৩১ অক্টোবর ২০২৪, ১৯:১২

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে ভারতকে। আগামী বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে গতবারের মতো এবারও শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। রোববার (২৭ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল।  এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল। ২০২২ সালে কাঠমান্ডুতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। খেলার ৬২ মিনিটে ভারতের সঙ্গীতা বাসফোরি ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৮৮ মিনিটে নেপালের তারকা খেলোয়াড় সাবিত্রা ভান্ডারি পাল্টা আক্রমণে অসাধারণ গোল করে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি। এতে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গীতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি গোল বল পাঠান। ভারতের হয়ে লক্ষ্যভেদ করেন মনীষা ও কারিশমা সিরভোইকর। তবে অধিনায়ক আশালতা দেবীর শট পোস্টে লেগে ফেরে, চানু সরোখাইবামের দুর্বল শট সহজেই ফেরান টাইব্রেকারের জন্যই বদলি নামা নেপালি গোলকিপার অঞ্জনা রানা মাগার। আরটিভি/ ডিসিএনই
২৮ অক্টোবর ২০২৪, ১৩:৪৪

ছেলেটা হাসতে ভুলে গেছে: তনি
সোশ্যাল ইনফ্লুয়েনসার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঠোঁটকাটা স্বভাবের নারী হিসেবে বেশ সুপরিচিত আছে তার। ফেসবুকে তিনি অধিকাংশ সময় সরব থাকেন পোশাকের ব্যবসা নিয়ে। কিন্তু কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে। তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। কারণ, কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যার কারণে উন্নত চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে দেশের বাইরে আছে তিনি। তবে কি অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি। এদিকে স্বামীর পাশাপাশি একমাত্র ছেলেকে নিয়েও বেশ চিন্তিত তনি। একমাত্র সন্তান সারফারাজকে নিয়ে প্রায় সময়ই ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন। বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) তিনি তার ফেসবুকে লেখেন, ওর শুধু একটাই প্রশ্ন মাম্মি কবে আসবা!!ছেলেটা হাসতে ভুলে গেছে।  একমাত্র ছেলের জন্মদিনেও পাশে থাকতে পারেননি তনি। এনিয়ে আগের দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাম্মি আমার তো ২ দিন পরে জন্মদিন! তুমি কি জানো!! প্লিজ ড্যাডিকে নিয়ে চলে আসো- সারফারাজ। কি উত্তর দেবো? ১৭ অক্টোবর ৫ বছর হবে সারফারাজের, ছেলের জন্মদিন নিয়ে কত প্ল্যান ছিল তার ড্যাডির, আমাকে রেখে লন্ডনে চলে যাবে কত হুমকিও দিলো। আল্লাহতায়ালা উওম পরিকল্পনাকারী। প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি। আরটিভি /এএ/এসএ  
১৮ অক্টোবর ২০২৪, ১৬:৩৯

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে বৃহস্পতিবার
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বিকেল ৪টায় শুরু হবে দুই দলের লড়াই।জয়খরা কাটানোর মিশনের শুরুতেই স্কটল্যান্ডকে প্রতিপক্ষ পেয়ে স্বভাবতই আত্মবিশ্বাসী বাংলাদেশ, দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনও হারেনি তারা। উদ্বোধনী ম্যাচ জিতে বাকি পথেও লড়াকু পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ স্মরণীয় করতে রাখতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপের এবারের আসরের আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু নিরাপত্তার অজুহাতে শেষ পর্যন্ত আরব আমিরাতে আসর আয়োজন করছে আইসিসি। প্রথমবারের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হতে চলেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা কিছুটা সহনীয় থাকার সম্ভাবনা রয়েছে। অক্টোবর থেকে দেশটিতে শীতকাল ধরা হয়ে থাকে। দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। মরুর দেশ হওয়াতে আবহাওয়া অনেকটা শুষ্ক থাকবে। স্কটল্যান্ডের বিপক্ষে সবশেষ চার ম্যাচেই দাপুটে জয় পেয়েছে টাইগ্রেসরা। সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। ৫ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবার  বড় আশার কথা জানিয়েছেন। শুরুর ম্যাচ জিতে  এবার সেমি-ফাইনালে ওঠার জন্য লড়াই করবেন তারা।  এখন পর্যন্ত হওয়া নারী বিশ্বকাপের আট আসরে পাঁচটিতে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে মোট ২১ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে লাল-সবুজ দল। ২০১৪ থেকে শুরু করে এটি বাংলাদেশের টানা ষষ্ঠ অংশগ্রহণ। এবারের টুর্নামেন্ট দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে মেয়েদের ক্রিকেট। যেখানে ছেলেদের সমান অর্থ পুরস্কার রেখেছে আইসিসি। মেয়েদের গত টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি তিন গুণেরও বেশি বাড়িয়ে ৭.৯৫ মিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।   মেয়েদের বিশ্বকাপে এবারই প্রথমবার ব্যবহার করা হবে স্মার্ট রিপ্লে পদ্ধতি। এর আগে এই প্রযুক্তির ব্যবহার দেখা গিয়েছিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্জাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’ এবং ২০২৪ আইপিএলের আসরে। এবার সেটি আন্তর্জাতিক ক্রিকেটেও প্রথমবার প্রয়োগ করা হবে। এ বিষয়ে এক বিবৃতি দিয়েছে আইসিসি। ‘প্রতিটি ম্যাচ কভারে ন্যূনতম ২৮টি ক্যামেরা কাজ করবে। নানা আঙ্গিকে বিশ্লেষণ ও দৃশ্যায়নের মানও থাকবে উন্নত।’  আরটিভি/ ডিসিএনই
০২ অক্টোবর ২০২৪, ২০:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়